স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘনিয়ে আসছে। সব ঠিক থাকলে ১৯ জানুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টের। দেড় মাস ব্যাপী এই আসর শেষ হবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। টুর্নামেন্টকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অনুশীলনে নেমে পড়েছে দলগুলো।
টুর্নামেন্টের শেষ মূহুর্তে এসে বিভিন্ন কারণে ক্রিকেটার দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে তিন ক্রিকেটার দলে নিয়েছে খুলনা টাইগার্স। যাদের মধ্যে একজন বিদেশি আর দুইজন দেশি ক্রিকেটার।
খুলনা টাইগার্স দলে নিয়েছে ক্যারিবিয়ান পেসার ওশানে থমাসকে। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। এবারই প্রথম নয়, এর আগে অতীতে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে থমাসের।
এদিকে আরও দুই ক্রিকেটার দলে নিয়েছে খুলনা। তারা হলেন নাহিদ রানা ও আরিফ আহমেদ। দুজনই দেশি ক্রিকেটার। তবে এদের মধ্যে নাহিদ রানার গেল আসরে এই খুলনার হয়েই বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এবারের আসরে তাকে ড্রাফট থেকে দলে না নিলেও, ড্রাফটের বাইরে থেকে দেরিতে দলে ভেড়াল খুলনা শিবির। তবে এবারই প্রথম বিপিএল খেলতে যাচ্ছেন আরিফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post