স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি। আর সেই দল হলো অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। তবে এই দল এসেছে মূলত আরেকটি দলের বদলি হয়ে। সিপিএলে আর খেলা হচ্ছে না জ্যামাইকা তালাওয়াসের। আর তাদের পরিবর্তেই নতুন ফ্র্যাঞ্চাইজি এলো এবার।
সিপিএলের একেবারে প্রথম আসরসহ সব মিলিয়ে ৩ বার শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়াস। তবে আগামী আসর থেকে দলটিকে আর দেখা যাবে না। যুথসইভাবে দল পরিচালনা করতে পারবেন না বলে, জ্যামাইকার মালিকপক্ষ গেল বছরই সিপিএল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয় ফ্র্যাঞ্চাইজি।
আর তখন থেকেই গুঞ্জন চলছিল, নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে যাচ্ছে। অবশেষে আসলো সেই ফ্র্যাঞ্চাইজি। ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আত্মপ্রকাশ করে নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। শুরুর দিকে সিপিএলে অ্যান্টিগার দল থাকলেও, পরবর্তীতে হারিয়ে যায়। এবার নতুন করে অ্যান্টিগাকে প্রতিনিধিত্ব করা দল আসলো সিপিএলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post