ক্যারিবিয়ানদের চেপে ধরেছে বাংলাদেশ, মুস্তাফিজের পর মিরাজের আঘাত

0
7

স্পোর্টস ডেস্ক: সফরকারী বাংলাদেশের বোলাররা চেপে ধরেছেন স্বাগতিক ব্যাটারদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজের শিকারে প্রথম উইকেট হারানো দলটি দ্বিতীয় উইকেট ইনংসের ১২তম ওভারে। উইকেট হারানো দলটি ধীর গতিতে রান তুলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হচ্ছে গায়ানায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৯ রান। রানরেট দুইয়ের কিছু বেশি। ২৪ রানে ব্রুকস ও ৩ রানে ব্রেন্ডন কিং অপরাজিত আছেন। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলীয় ১ রানে মুস্তাফিজের শিকারে সাজঘরে ফিরে যান ওপেনার শাই হোপ। ১ বল খেলা এই ব্যাটার রানের খাতা খুলতে পারেননি।

আরেক ওপেনার মায়ার্স তখন ব্রুকসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন। তবে তাদের সফল হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩২ রানের মাথায় ফিরে যান ওপেনার মায়ার্সও। ২৭ বলের ধীর গতির ইনিংসে ১০ রান করেন তিনি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মুস্তাফিজক ও মিরাজ ১টি করে উইকেট লাভ করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here