ক্যারিবিয়ান দ্বীপে কন্ডিশনের মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী শান্ত

0
9

স্পোর্টস ডেস্কঃ এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে যখন এশিয়ার বাইরের দেশে পাঠানো হয়, তখন কন্ডিশনের মানিয়ে নেওয়া বড় একটা চ্যালেঞ্জ থাকে। আর সেই চ্যালেঞ্জ জিততেই অনেকে আগেভাগে সেই দেশে চলে যায়। খেলে প্রস্তুতি ম্যাচও। বাংলাদেশ দলের সামনে আছে ক্যারিবিয়ান সিরিজ।

সেই সিরিজ খেলতে বেশ আগেভাগেই টাইগাররা উড়াল দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপে। সেখানের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এই নিয়ে ভাবছেন না। শুনিয়েছেন, কন্ডিশনের মানিয়ে নেওয়ার ব্যাপারে আশার কথা।

এছাড়া বাংলাদেশ ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে। অ্যান্টিগায় অবস্থান করা বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে জ্বালিয়ে নিচ্ছে নিজেদের। এছাড়া জিম সেশনও করেছে। সেখান থেকে ভিডিও বার্তায় শান্তি নিশ্চিত করেছেন সেসব কথা।

শান্ত বলেন, ‘একটা ইতিবাচক দিক হলো, আমরা যারা বাংলাদেশ থেকে আগে এসেছি কয়েকজন একটা জট ছিল, সেটা কাটিয়ে ওঠতে পেরেছি। আগে আসার ফলে জিম করেছি, ফানি গেমস খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার বিষয়টা ভালোভাবেই হয়েছে।’

অনুশীলন প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের প্রথম অনুশীলন হয়েছে। সেটা খুবই ভালো হয়েছে, ব্যাটিং, ফিল্ডিং সেশন করেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। সামনে প্রস্তুতি ম্যাচ আছে, আশা করি সেখানে ভালোভাবে মানিয়ে নিতে পারব।’

উল্লেখ্য, আগামী ১৬ জুন অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে উইন্ডিজ-বাংলাদেশ সিরিজ। আর ২৪ জুন থেকে শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলে সাদা বলের লড়াইয়ে নামবে দু’দল। তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here