স্পোর্টস ডেস্কঃ অক্ষর পাটেল ছিটকে যাওয়ায় ভারতের বিশ্বকাপ দলে ডাক পড়ে রবিচন্দ্রন অশ্বিনের। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে দলে আসেন তিনি। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে ৮ অক্টোবর, চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যাদের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা।
আরেকজনের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে অশ্বিন জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ। তিনি বলেছেন, ‘মানসিকভাবে এখন ভালো জায়গায় আছি। গোটা বিশ্বকাপটা উপভোগ করতে চাই। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। তাই এই প্রতিযোগিতার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। আগে কেউ আমাকে এটা বললে তাকে বলতাম, আপনি মজা করছেন। কিন্তু জীবনটা এ রকমই। অবাক করার মতোই। সত্যি বলতে, আমি ভাবতেই পারিনি আজ এ জায়গায় থাকব। আমি এখন যেখানে তার জন্যে পরিস্থিতিই দায়ী। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা দেখিয়েছে।’
ভারতের বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষান (উইকেটকিপার) ও সূর্যকুমার যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০