স্পোর্টস ডেস্কঃ সূর্যকুমার যাদব খেললেন আইপিএলে ক্যারিয়ার সেরা ইনিংস। তাতে উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতরাতে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ব্যাঙ্গালোর। জবাবে খেলতে নেমে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মুম্বাই।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার ৩৫ বলে ঝড়ো ৮৩ রানের ইনিংস খেলে ফিরেন। ডানহাতি এই ব্যাটার ৭ চার ও ৬ ছক্কা হাঁকিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। দারুণ ইনিংস খেলার সুবাদে বিপক্ষ দলের অধিনায়কের মন জয় করেছেন তিনি। ম্যাচ শেষে সূর্যের প্রশংসা করেছেন ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি জানান, সূর্য সেরাদের একজন।
ডু প্লেসি বলেন, ‘সূর্য কুমার যাদব সেরাদের একজন। সে যেদিন ভালো ফর্মে থাকে, সেদিন তাঁকে থামানো কঠিন। বহু বিকল্প থাকার পরেও তাঁকে থামানো যায় না। আমার মনে হয়, আমরা উইকেট অনুযায়ী ২০ রান কম করেছি। মুম্বাই একটি শক্তিশালী দল। তাদের ব্যাটিংয়েও অনেক গভীরতা রয়েছে। শেষ ৫ ওভারে আমরা বেশি রান করতে পারিনি। সেই পাঁচ ওভারে রান না পাওয়ায় হতাশ হয়েছিলাম খুব। এ দিকে প্রথম ১০ ওভারে দ্রুত রান তোলে মুম্বাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০