নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেয়েছে ফরচুন বরিশাল। হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। আর সেই ম্যাচে আলো ছড়িয়েছেন পেসার খালেদ আহমেদ।
বরিশালের পেসার খালেদ এই ম্যাচে ৪ ওভার বল করে ৩১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন। যেটি কিনা স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে কখনোই এই ফরম্যাটে ৪ উইকেটের দেখা পাননি।
এদিন ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই রংপুরের দুই গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। ৫ রান করা ওপেনার রনি তালুকদার ও টপ অর্ডারে নামা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি কিনা ২ রান করেই খালেদের ডেলিভারিতে বোল্ড আউট হয়েছেন। এই দুই উইকেট বড় ধাক্কা হয়ে দাঁড়ায় রাইডার্সদের জন্য।
পরবর্তীতে ইনিংসের একেবারে শেষ ওভারে টানা দুই ডেলিভারিতে শেখ মেহেদী ও হাসান মাহমুদের উইকেট নেন খালেদ। ২৯ রানের ক্যামিও খেলে মেহেদী তখন টেনে নিয়ে যাচ্ছিলেন রংপুরকে। সব মিলিয়ে দারুণ বোলিংয়ে ৪ উইকেট পেয়েছেন খালেদ। তার অবদানেই ১৩৪ রানের গণ্ডিতে থেমে যায় রংপুরের ইনিংস।
আর ৩১ বছর বয়সী এই পেসার নিজের পারফরম্যান্সের পুরষ্কারও পেয়েছেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন খালেদ। পেয়েছেন ১ লাখ টাকার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post