স্পোর্টস ডেস্কঃ আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি ও ফিফটি (দুই ইনিংসে) তুলে নিয়ে ৫ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। ২০০৫ সালে টেস্ট অভিষেকের পর এর বেশি উপরে আর ওঠা হয়নি তাঁর।
এদিকে বোলারদের মধ্যে উন্নতি হয়েছে তাইজুল ইসলামেরও। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ ও ২য় ইনিংসে ৪ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ২০ নম্বরে উঠে এসেছেন তিনি। এটিই তাঁর ক্যারিয়ার সেরা অবস্থান। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুলই সবার শীর্ষে।
ব্যাটারদের মধ্যে মুশফিকের রেটিং পয়েন্ট এখন ৬৭৪। এর আগে অবশ্য গেলবছর সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৬৭৫) অর্জন করেছিলেন এই ডানহাতি ব্যাটার। ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে ১৫ নম্বর অবস্থানে আছেন লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটন দাসই সবার উপরে।
৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মার্নাশ লাবুশানে। বাংলাদেশীদের মধ্যে ১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন সাকিব আল হাসান, তার রেটিং পয়েন্ট ৫৮৩। অবনতি হয়েছে তামিম ইকবালের। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ইংল্যান্ডের বেন ডাকেটের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে।
এদিকে বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন এবাদত হোসেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই পেসার এগিয়েছেন ১৫ ধাপ, আছেন ৬৭তম স্থানে। দুই ধাপ এগিয়ে ৯০ নম্বরে শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের আগের দুই অবস্থানে যথাক্রমে খালেদ আহমেদ (৮৮, তিন ধাপ পিছিয়ে) ও তাসকিন আহমেদ (৮৯, দুই ধাপ পিছিয়ে)।
টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আগের মতোই ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে আরেক ভারতীয়- রবিচন্দ্রন অশ্বিন। তিনে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০