ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা আফিফ

0
59

স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ১৫৮ রানে অলআউট হয়ে পড়ে আমিরাতের ইনিংস।

ম্যাচ হারলেও, ব্যাট-বল দুই জায়গাতেই দারুণ লড়াই করেছে আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়েছে ম্যাচে। একটা সময় মনে হয়েছিল ম্যাচ বের করে অঘটনের জন্ম দিবে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত আর সেটা হয়নি।

বাংলাদেশকে এই ম্যাচে জেতাতে বড় ভূমিকা রেখেছেন আফিফ হোসেন ধ্রুব। ব্যাটিংয়ে দল যখন ধুঁকছিল তখন ত্রাতা হয়েছেন এই বাঁহাতি। দলকে সম্মানজনক তো বটেই, বেশ ভালো পুঁজিও এনে দিয়েছেন।

ম্যাচে খেলেছেন ৫৫ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৭ রানের অপরাজিত ইনিংস। যেটি কিনা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটির সাথে তার ক্যারিয়ার সেরা ইনিংসও।

দারুণ এক ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরষ্কারও এই ২৩ বছর বয়সী ক্রিকেটারের হাতে উঠেছে। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে পুরষ্কারটি নিজের করে নিয়েছেন আফিফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here