স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আইসিসির ওয়ানে ও টি-২০ র্যাংকিংয়ে সবার শীর্ষে আছে। বাকী ছিলো টেস্ট। সেখানেও শীর্ষে উঠার দৌড়ে আছেন তিনি। ক্যারিয়ার সেরা রেটিংয়ে সাদা পোশাকে ব্যাটারদের র্যাংকিংয়ে তিনে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথকে।
টেস্টের ব্যাটারদের র্যাংকিংয়ে সবার উপরে আছেন জো রুট। তার আর বাবরের মধ্যখানে আছেন লাবুশানে। যেভাবে ছুটছেন, সামনেই হয়তো তিন ফরম্যাটের শীর্ষ ব্যাটারে পৌঁছে যাবেন পাকিস্তান অধিনায়ক। গলে সিরিজের প্রথম টেস্টে দারুণ ব্যাট করেছেন তিনি। দলের ৫১ শতাংশ রানই এসেছে তার ব্যাট থেকে।
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাট করছেন। তবে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে প্রথম টেস্টের হিসেব এসেছে। স্বদেশী আব্দুল্লা শফিকেরও উন্নতি হয়েছে আইসিসি র্যাংকিংয়ে। ২৩ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া এই ব্যাটার।
টেস্ট র্যাংকিংয়ে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন ইংলিশ ব্যাটার জো রুট। দুই থাকে মার্কোস লাবুশানের রেটিং পয়েন্ট ৮৮৫। তিনে থাকা বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৭৪। তার কাছে জায়গা হারিয়ে চারে নামা স্টিভেনম স্মিথের রেটিং পয়েন্ট ৮৪৮। পাঁচে থাকা ভারতীয় ব্যাটার ঋশভ পন্থের রেটিং ৮০১।
টেস্ট ব্যটারদের র্যাংকিংয়ে ছয় নম্বরে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট ৭৮৬। সাতে থাকা অস্ট্রেলিয়ার উসমান খাজার রেটিং পয়েন্ট ৭৬৬। ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারাত্মে। নয় নম্বরে থাকা ভারতের রোহিত শর্মার রেটিংও ৭৪৬। দশম স্থানে থাকা ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর রেটিং পয়েন্ট ৭৪২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০