স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ এক যুগের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। শনিবার রাত ১০টা ৪০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
নিজের সেই পোস্টে রুমানা লিখেছেন, ‘নো মোর ক্রিকেট।’ এরপর দেশীয় এক গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, আপাতত স্ট্যাটাস নিয়ে কোনো কথা নয়। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন সব। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৫০ ওয়ানডে ম্যাচে ৫ ফিফটিতে ৯৬৩ রান করেছেন রুমানা। বল হাতে এ সংস্করণে তার শিকার ৫০ উইকেট।
টি-টোয়েন্টিতে ৭৪ ইনিংসে রুমানার সংগ্রহ ৮৫৪ রান। বল হাতে ৮২ ইনিংসে নিয়েছেন ৭৫ উইকেট ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। চলতি বছরে অবশ্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি রুমানা। এর আগে গেল বছর টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে করেছিলেন ১০২ রান। বোলিংয়ে তার শিকার অবশ্য ১৮ উইকেট।
গত এপ্রিলে শ্রীলঙ্কা সফর থেকে জাতীয় দলের বাইরে রুমানা। ওই সফরে বাইরে রাখা হয় সালমা খাতুনকেও। তখনকার নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে সে সময় এক প্রতিক্রিয়ায় রুমানা বলেন, বাদ পড়েছেন বলেই ধরে নিচ্ছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০