স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি অ্যালিস্টার কুক পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক কাউন্টি ক্লাব এসেক্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানান, ‘আজ আমি আমার অবসর ও পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ক্যারিয়ারের শেষ ঘোষণা করছি।’
কুক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে। এরপর থেকে এসেক্সের হয়ে আরও ৫ মৌসুম কাটিয়েছেন। এবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি বাড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শুক্রবার বিবৃতিতে দিয়েছেন অবসরের ঘোষণা। এসেক্সের হয়ে কুকের অভিষেক ঘটে ২০০৩ সালে।
ইংল্যান্ডের হয়ে ১৬০টি টেস্ট ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরি এবং ৫৬টি ফিফটির সাহায্যে ১২ হাজার ২৫৪ রান সংগ্রহ করেছেন কুক। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ৬২৭ রান সংগ্রহ করেন তিনি। এ ছাড়া ওয়ানডেতে ৯২টি ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩৬.৪০ গড়ে ৩ হাজার ২০৪ রান সংগ্রহ করেছেন।
টি-টোয়েন্টির ক্ষুদ্র ফর্মেটে ৪টি ম্যাচ খেলে ৬১ রান সংগ্রহ করেন কুক। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৯টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর যুক্তরাজ্যের রানীর দেয়া অন্যতম সেরা সম্মান ‘নাইটহুড’ পান সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক পরিচিত এখন ‘স্যার অ্যালিস্টার কুক’ নামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post