ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা ধোনিকে ভালোবাসেঃ হার্দিক

0
41

স্পোর্টস ডেস্কঃ বয়সের কোটা ৪০ পার হলেও, এখনও ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। একইসাথে ভক্ত আর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। ক্রিকেট যারা বুঝেন, ধোনিকে ভালোবাসেন না কিংবা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর।

অন্য সবার মতো ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া একজন বড় ভক্ত ধোনির। তিনি মনে করেন, ধোনিকে সবাই ভালোবাসে এবং পছন্দ করে। যদি ধোনিকে ঘৃণা করতে হয়, তাহলে আগে শয়তান হতে হবে, এছাড়া কেউই এমনটা করবে না। ধোনি মানুষ কেমন, সেই সম্পর্কেও বলেছেন হার্দিক।

হার্দিক বলেন, ‘আমি সবসময় মহেন্দ্র সিং ধোনির ভক্ত হয়ে থাকব। যদিও তাঁর অনেক ভক্ত-সমর্থক আছে এবং ক্রিকেট যারা ভালোবাসে তারাই তাঁকে ভালোবাসে। ধোনিকে ঘৃণা করতে হলে আপনাকে আগে শয়তান হতে হবে।’

‘অনেকেই মনে করে মাহি ভাই খুবই সিরিয়াস একজন মানুষ। অথচ আমি খুব মজা করি, আমি ওনাকে মহেন্দ্র সিং ধোনি হিসেবে দেখি না। অবশ্যই আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক ইতিবাচক জিনিস। যেটা আমি শুধু দেখেই শিখেছি, কথা বলে নয়। আমার জন্য তিনি একজন বন্ধু, একজন ভাই। যার সাথে আমি মজা করতে পারি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলমান আসরে শীর্ষ দুই দল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এর মধ্যে গুজরাটের অধিনায়ক হার্দিক আর চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। ২৩ মে, মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই দল। যারা জিতবে তারাই নিশ্চিত করবে ফাইনাল। যারা হারবে তাদের অবশ্য আরেকটি সুযোগ থাকবে। এলিমিনেটর বিজয়ী দলের সাথে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here