স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদের নামাজ আদায় করেছেন নিজের বাড়ীতে। গ্রামের ঈদগাহে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সাকিব আল হাসানও ঈদুল ফিতর উদযাপন করেছেন মাগুরায়।
জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল চট্টগ্রাম ঈদ উদযাপন করেছেন। স্থানীয় ঈদগাহে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন। পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি দেশের বাইরে ঈদ যাপন করেছেন।
স্পিড স্টার তাসকিন আহমদ ঢাকার নিজ বাসায় ঈদুল ফিতর পালন করছেন। বাসার পাশে স্থানীয় ঈদগাহে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। জাতীয় দলের তারকা নাসুম আহমদ সিলেটে নিজের বাসায় ঈদ উদযাপন করেছেন। শাহী ঈদগাহে ঈদের জামাত আদায় করেছেন। আরেক তারকা আবু জায়েদ চৌধুরী রাহীও সিলেটে ঈদুল ফিরত উদযাপন করছেন। শাহী ঈদগাহে ঈদের জামাত আদায় করেছেন।
জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদও নিজের এলাকায় ঈদুল ফিতর উদযাপন করেছেন। জাকির হাসানও সিলেটের ওসমানীনগরে নিজের বাড়ীতে ঈদ উদযাপন করেছেন। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ভারতে আছেন। তিনি সেখানেই ঈদ পালন করছেন।
জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সব সময় পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়না ক্রিকেটারদের। এবার প্রিমিয়ার লিগের বিরতি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের আগে কিছুটা সময় মিলেছে। ছুটি পাওয়ায় ক্রিকেটাররা নিজেদের পরিবারের সদস্যদের সাথে ঈদ পালন করছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০