স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ক্রিকেটারদেরকে সমুদ্রপথে টি-২০ ম্যাচের ভেন্যুতে নিয়ে যাওয়া নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাখা দিয়েছে বিষয়টি নিয়ে। বোর্ড জানিয়েছে, সমুদ্রপথে ক্রিকেটারদের যাত্রায় তাদের সম্মতি ছিলো না শুরুতে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিমানে করে যাতায়াতের ব্যবস্থা করতে অস্বীকৃতি জানালে কোনো উপায় না পেয়েই সমুদ্র পথে যেতে রাজি হয় বিসিবি।
একই ফেরিতে করে ওয়েস্ট ইন্ডিজ দল, বাংলাদেশ দল, আইসিসির ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকাররা যাওয়াতে বিসিবি শেষ পর্যন্ত সমুদ্র পথে ডমিনিকায় রাজি হয়। যাত্রার আগে ক্রিকেটারদের গাইড লাইন দেওয়া হয় বলেও জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বিসিবির ব্যাখা দিয়েছেন। জানিয়েছেন, আগেই সমুদ্রপথে যাতায়াতে উদ্যোগ প্রকাশ করেছিলো বোর্ড। তিনি বলেন, ‘আসলে ফেরিতে আটলান্টিক পাড়ি দেয়ার ব্যাপারে বিসিবিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল। বাংলাদেশের ক্রিকেটারদের যেহেতু ফেরিতে আটলান্টিক পাড়ি দেয়ার পূর্ব অভিজ্ঞতা নেই, সে কারণে বিসিবির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল।’
আকাশ পথে যেতে ক্যারিবিয়ান বোর্ড অস্বীকৃতি জানায় জানিয়ে তিনি বলেন, ‘কিন্তুু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অপারগতা প্রকাশ করেছে অন্য কারণে। তারা জানিয়েছে কোভিড ও অন্য সব কারণে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। আর বিভিন্ন এয়ারলাইন্সের বিমান চলাচলও সীমাবদ্ধ হয়ে গেছে। এখানে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে খুব ছোট ছোট বিমান যাতায়াত করে।’
এক সঙ্গে সবাই যাবে নিশ্চিত হওয়ার পর বিসিবি সম্মত হয় জানিয়ে নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আরো জানায়, যে ফেরিতে করে বাংলাদেশ দল আটলান্টিক পাড়ি দেবে, সেটা অনেকটা ক্রুজ শিপের মত। এটা নিয়মিত চলাচল করে এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল, আইসিসির অফিসিয়াল, টিভি ক্রু এবং ধারাভাষ্যকাররা একই সাথে যাবেন। এই বিষয়টা নিশ্চিত করার পর আমাদেরও আলোচনা থামিয়ে দিতে হয়। কারণ দুই দল একই সঙ্গে ট্রাভেল করছে। তখন বিষয়টি মেনে নিতে হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০