স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টানা তিন হারে পাকিস্তানের সেমি ফাইনালের স্বপ্ন অনেকটাই ধূসর। সবশেষ তারা গতরাতে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে, ৮ উইকেটের বড় ব্যবধানে। এমন হারের পর বোলিং আর ফিল্ডিংকেই দুষছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ম্যাচ শেষে বাবর বলেন, ‘এই পরাজয় অবশ্যই আমাদের কষ্ট দিচ্ছে। আমরা ২৮০-২৯০ রানের আশপাশে করতে চেয়েছিলাম। সেটি পাওয়ার পর বোলিং-ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা প্রত্যাশামতো বোলিং করতে পারেনি।’
বাবর আরও বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা শুরুটা ভালো করেছি কিন্তু উইকেট দরকার ছিল। দ্বিতীয় ইনিংসেও পিচে স্পিনারদের সাহায্য ছিল। কিন্তু আমাদের স্পিনাররা বিশেষ করে ভালো লেংথে বল করতে পারেইনি। প্রতি ওভারেই আমরা বাউন্ডারি হজম করেছি। তাই ব্যাটার ওপর কোনো চাপ ছিল না।’
টানা হারের বৃত্তে থাকা পাকিস্তানের আর কি কোনো আশা আছে ঘুরে দাঁড়ানোর? বাবর বললেন, ‘শেষ পর্যন্ত কী হবে, আপনি জানেন না। কেউ জানে না। এটা ক্রিকেট, যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা শেষ পর্যন্ত নিজেদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আরও অনেক ম্যাচ বাকি আছে। আমরা পরের সব কটি ম্যাচ জেতার চেষ্টা করব। একই সঙ্গে চেষ্টা করব নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০