ক্রিকেটের এক বই তিন কোটি টাকা

0
57

স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট নিয়ে একটি বই। অথচ এই বই কিনতে হবে বাংলাদেশী মুদ্রায় তিন কোটি টাকা দিয়ে। মূল্য হওয়ার কথা। এই বই পড়লে মিলবে কয়েক’শ বছর আগের সব অজানা তথ্য। ক্রিকেটবিষয়ক বিরলতম একটি বই বাজারে আসছে।

‘ক্রিকেট. আ কালেকশন অব অল দ্য গ্র্যান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১–১৭৯১’ নামক বইটি কিনতে হলে ক্রেতাকে ২ রাখ ২৫ হাজার পাউন্ড খরচ করতে হবে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩ কোটি টাকা।

বই মেলায় উঠবে বইটি। আগামি ১৮ মে থেকে ২১ মে পর্যন্ত লন্ডনের সাচি গ্যালারিতে বইমেলা অনুষ্টিত হবে। বই বিক্রির প্রতিষ্ঠান পিটার হ্যারিংটন বইটি মেলায় তুলবে। প্রতিষ্ঠানটির মালিক পম হ্যারিংটন সাংবাদিকদের বলেন, ‘এপসের ভলিউম দীর্ঘদিন অপ্রাপ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাত্র কয়েক কপির কথা জানা যায়, যার মধ্যে চারটি আগে নিলামে উঠেছে।’

বইমেলায় যে প্রস্তাবিত দাম ধরা হয়েছে (২ রাখ ২৫ হাজার পাউন্ড) সেই দামে বিক্রি হলে তা পৃথিবীর সবচেয়ে দামি বই হিসেবে বিক্রি হবে। পম হ্যারিংটন বলেন, এটিকে ক্রিকেট বইয়ের মধ্যে সর্বকালের সবচেয়ে দামি ধরা হয়ে থাকে। এখনকার মুদ্রামান অনুযায়ী এটির দাম হওয়ার কথা ২০১০ সালে বিক্রি হওয়া এমসিসি বইয়ের কাছাকাছি, যেটি বিক্রি হয়েছিলো ১ লাখ ৫১ হাজার ২৫০ পাউন্ডে। ক্রিকেট বইয়ের মধ্যে এটিকে সবচেয়ে দামি বলে মনে করা হয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here