স্পোর্টস ডেস্ক:: ফুটবলের ‘এল ক্লাসিকো’তে আছেই। বার্সা-রিয়াল, ম্যানইউ-লিভারপুলের লড়াই পায় ‘এল ক্লাসিকো’র মর্যাদা। ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচকে। দুই দলই আইপিএলের সবচেয়ে সফল দল।
কিন্তুু এবারের মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ হলো এক পেশে। ক্যাম্প ন্যুতে বার্সা-রিয়ালের গত পরশুর ‘এল ক্লাসিকো’র মতোই হলো। রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ান্স এক পেশে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।
ওয়াংখেডে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করে ১৫৭ রান তুলে। জবাবে খেলতে নামা চেন্নাই সুপার কিংস এক পেশে ম্যাচ বানিয়ে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে।
১৫৭ রানের টার্গেটে চেন্নাই অজিস্কা রাহানে ও ঋতুরাজের ব্যাটে ১৮.১ ওভার তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন অজিস্কা রাহানে। ২৭ বলের ইনিংসে সাত চার ও তিন ছক্কা হাঁকান তিনি। ৪০ রান করে অপরাজিত থাকেন ওপেনার ঋতুরাজ। ৩৬ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকান। ২৮ রান করে অপরাজিত থাকেন শিবাম ডুবে। ২০ রান করে অপরাজিত থাকেন রাইডু।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কুমার কার্তিক ও পিযুষ চাওলারা ১টি করে উইকেট লাভ করেন।
টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয়। সর্বোচ্চ ৩২ রান করেন ইষাণ কৃষান। ৩১ রান করেন টিম ডেভিড। ২১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২২ রান আসে তিলক বার্মার ব্যাট থেকে।
চেন্নাইয়ের হয়ে রবিন্দ্র জাদেজা ৩টি ও তুষার ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post