স্পোর্টস ডেস্ক::বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চকর্তা তিনি। বিসিবির সভাপতি। বড় ব্যবসায়িক গ্রুপেরও বড় কর্তা। নাজমুল হাসান পাপনের সময় কাটে তাই দারুণ ব্যস্ততায়। ক্রিকেটে আসার আগে পরিবারকে কিছুটা সময় দিতে। কিন্তুু ক্রিকেটে আসার পর পরিবারকে আর সময় দেওয়া হচ্ছে না তার।
২০১২ সাল থেকে টানা বিসিবির সভাপতির পদে আছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেটের জন্য নিজেকে সেক্রিফাইস করছেন। পরিবারকে দিতে পারছেন না সময়। ঢাকায় ক্রিকটারদের সংগঠণ কোয়াবের এজিএমে প্রধান অতিথির বক্তব্যে নিজের এমন আক্ষেপের কথা জানানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভাপতি।
যদিও বিষয়টি তিনি মজার ছলে বলেছেন। নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেট কিন্তুু আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেয়া তো একটু কঠিন। তাতে আমার পরিবারসহ সবাই অভিযোগ শুরু করেছে, আমার পরিবার থেকে তো এ নিয়ে আরকথাই বলে না। কোনো অনুষ্ঠানে আমার থাকার প্রসঙ্গ উঠলেই আমার স্ত্রী সরাসরি বলে দেয়, সে জানে না। ফলে আমাকে ছাড়াই চিন্তা করতে হয়।’
নিজের পরিবারকে সময় দিতে পারছেন না জানালেও নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এসব জায়গায় থাকলে প্রচুর সময় দিতে হয়। সময় না দিলে সুন্দর মতো চলে না। তিনি বলেন, ‘ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। তবে এসব জায়গাতে সময় দিতে হয়। এরকম একটি সংগঠন চালাতে গেলে সময় যদি না দেওয়া হয়, এটি ভালোভাবে চালানো খুব কঠিন হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post