স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তিনটি পরিবর্তন করা হয়েছে। যেগুলো হলো আম্পায়ারদের সফট সিগন্যাল কল, ক্রিকেটারের হেলমেট পরিধান ও ফ্রি-হিট। আগামী ১ জুন থেকে সেগুলো কার্যকর হবে।
পূর্বের নিয়ম অনুযায়ী মাঠে কোনো আউট নিয়ে বিভ্রান্তি তৈরি হলে অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দিয়ে টিভি আম্পায়ারের সহযোগিতা নিতেন। তবে নতুন নিয়মে এটি আর থাকছে না। এখন থেকে অনফিল্ড আম্পায়ারের কোনো সফট সিগন্যাল দিবেন না। তিনি সরাসরি টিভি আম্পায়ারের সহযোগিতা নেবেন। টিভি আম্পায়ারই সিদ্ধান্ত দেবেন ব্যাটার আউট নাকি নট আউট।
এছাড়া তিনটি জায়গায় ক্রিকেটারদের হেলমেট পড়া বাধ্যতামূলক করেছে আইসিসি। যখন কোনো পেস বোলারকে মোকাবেলা করবে ব্যাটার, অবশ্যই হেলমেট পরতে হবে। এছাড়া উইকেটরক্ষক যখন স্টাম্পের খুব কাছে এসে কিপিং করবেন, তখন অবশ্যই হেলমেট পড়তে হবে। আর একজন ফিল্ডার যখন ব্যাটারের একেবারে কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন, তখনও হেলমেট পড়তে হবে। আগে এগুলো ছিল ঐচ্ছিক। তবে আইসিসি এখন বাধ্যতামূলক করেছে।
ফ্রি-হিটের ক্ষেত্রেও ছোট একটি পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যদি ফ্রি-হিটে কোনো ব্যাটার বোল্ড আউট হন এবং রান নিয়ে ফেলেন, তবে সেটি তার নামের পাশে যুক্ত হবে। আগে এটিকে বাই অর্থাৎ, অতিরিক্ত রান হিসেবে গণ্য করা হতো।
আইসিসি এক বিবৃতিতি জানিয়েছে, ক্রিকেট কমিটি গেল কয়েক বছরের সভায় দীর্ঘ সময় ধরে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সফট সিগন্যালের ক্ষেত্রে বেশি আলোচনা হয়েছে। তবে সবাই এটিকে অপ্রয়োজনীয় মনে করছে।
ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে হেলমেট পড়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post