স্পোর্টস ডেস্কঃ তিনটি নতুন দেশকে সদস্যপদের মর্যাদা দিল আইসিসি। বার্মিংহামে আইসিসির বার্ষিক সম্মেলনে নতুন তিন দেশকে ক্রিকেটখেলুড়ে হিসেবে ঘোষণা দেওয়ায় আইসিসির মোট সদস্য সংখ্যা এখন ১০৮ এ দাঁড়াল, যার মধ্যে ৯৬টি দেশ সহযোগী সদস্য।
মঙ্গলবারের সম্মেলনে এশিয়া মহাদেশ থেকে কম্বোডিয়া এবং উজবেকিস্তান ও আফ্রিকা মহাদেশ থেকে আইভরি কোস্টকে সহযোগী সদস্য পদের মর্যাদা দেয়া হয়। আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে মোটে ১২টি দেশের হাতে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, উইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আইসিসি পূর্ণ সদস্য দেশের মর্যাদা পায়।
দিদিয়ের দ্রগবার জন্য ফুটবল বিশ্বে ব্যাপক পরিচিত এক নাম আইভরি কোস্ট। এবার তারা নিজেদের ক্রিকেট ভিত শক্ত করে বৈশ্বিক ক্রিকেটেও নাম লেখাল। আইসিসির সদস্যপদ পেতে বিভিন্ন নিয়ম আছে। সেগুলোই পূরণ করে সদস্যপদ পেয়েছে আফ্রিকার দেশটি। তাদের আছে শক্ত গ্রাসরুট প্রোগ্রাম। ৮ দল সম্বলিত পুরুষদের লিগ চালায় রারা। নারীদের উত্থান নিশ্চিতে বোর্ডে নারী সদস্যও রেখেছে আইভরি কোস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০