স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জুবায়ের হামজা নিষিদ্ধ ছিলেন দীর্ঘ ৯ মাস। মূলত অ্যান্টি-ডোপিং কোডের নিয়ম লঙ্ঘন স্বীকার করায় তাঁকে ক্রিকেট সম্পর্কিত সমস্ত কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়।
গত বছরের ১৭ জানুয়ারি জুবায়ের ডোপ পরীক্ষার নমুনা দিলে সেখানে নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড-যা ২০২২ ডব্লিউএডিএ নিষিদ্ধ তালিকার এস-৫ সেকশনের একটি নির্দিষ্ট পদার্থ পাওয়া যায়। এরপর তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আইসিসির পক্ষ থেকে।
৯ মাসের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ক্রিকেটে ফিরতে চলেছেন জুবায়ের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আসছেন তিনি। ইতোমধ্যে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা লঙ্কানদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচের সূচি ঘোষণা করেছে।
হামজা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। পরে সিরিজ চলাকালীন ডোপ কেলেঙ্কারির খবর আসে। এরপর নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ স্কোয়াড-
টনি ডি জর্জি (অধিনায়ক), করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, জুবায়ের হামজা, জর্ডান হারম্যান, শেপো মোরেকি, সেনুরান মুথুসামি, কিগান পিটারসেন, সিনেথেম্বা কেশিলে, লুথো সিপামলা, ট্রিস্তান স্টাবস, লিজার্দ উইলিয়ামস ও কাইল ভেরিইনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post