স্পোর্টস ডেস্ক: ফিক্সিং কান্ডে নিষিদ্ধ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। আগেই ক্রিকেটে ফিরেছেন আমির ও সালমান। এবার ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আসিফ।
ঘরোয়া ক্রিকেটে ফেরার ম্যাচে ভালই করেছেন এই ক্রিকেটার। দুই ইনিংসে তার বোলিং ফিগারটা এমন ১৬-৫-৫১-২ এবং ১৩-৬-১৯-২। ২০০৯ সালের নভেম্বরের পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এই খেললেন আসিফ। যদিও এবারের মৌসুমের প্রথম দুই ম্যাচ মিস করেছেন ইনজুরির কারণে।
আসিফ কায়েদ-ই আজম ট্রফিতে খেলছেন ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির পক্ষে। আর ফেরার ম্যাচে চার উইকেট নিয়ে ডানহাতি এই পেসার ইসলামাবাদের বিপক্ষে দলের ইনিংস ও ১০০ রানের জয়ে ভালো ভূমিকাই রাখলেন।
২০১০ সালে লর্ডস টেস্টে টাকার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আসিফ,বাট,আমির। নিষিদ্ধ হওয়ার আগে আসিফ ২৩টি টেস্ট খেলে ১০৬টি উইকেট ও ৩৮টি ওয়ানডে খেলে ৪৬টি উইকেট পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০