স্পোর্টস ডেস্ক: সাউথ আফ্রিকা ক্রিকেট দলের জন্য আজকের দিনটি অন্য রকম। এই দিনে ক্রিকেটের রঙিন দুনিয়ায় ফিরে ছিলো দেশটি। ২১ বছর নিষিদ্ধ থাকার পর ১৯৯১ সালের আজকের দিনে ক্রিকেটে দলটি।
বর্ণবৈষম্যের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাউথ আফ্রিকাকে ২১ বছরের জন্য নিষিদ্ধ করে ছিলো।
নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে আজকের দিতে ক্রিকেটে ফিরে আসে দলটি। এদিন ভারতের ঐতিহাসিক ইডেন গার্ডেনে স্বাগতিকদের মুখোমুখি হয় দলটি।
ওয়ানডে ক্রিকেটে এক সঙ্গে ১১ জন ক্রিকেটারের অভিষেক এ দিন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে এদিন ১১ জন নতুন খেলোয়াড় মাঠে নামেন।
স্বাগতিক ভারতের বিপক্ষে সেদিন হেরে ছিলো প্রোটিয়ারা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৭৭ রান করেন। যা শচীন টেন্ডুলকারের ৬২ রানের সুবাদে সহজেই টপকে যায় ভারত।
সূত্র- ক্রিকবাজ/এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪