স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হাশিম আমলা। পেশাদার ক্রিকেটারের জার্সিতে আর দেখা যাবে না এই ব্যাটসম্যানকে। বুধবার সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এর আগে ২০১৯ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলে দেওয়া আমল এতদিন ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের উপরে রান, আছে ৫৫টি সেঞ্চুরি।
Discussion about this post