স্পোর্টস ডেস্ক:: ক্ষমতার পালা বদলে বদলে যাচ্ছে অনেক কিছুই। ক্রিকেট বোর্ডেও বদলের দাবি উঠেছে। সাবেক ক্রীড়া সংগঠক থেকে শুরু করে ক্রিকেটাররাও সংস্কার চাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
বিসিবির কর্তরা ক্ষমতার পালা বদলের সঙ্গে রং বদলানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন পেসার রুবেল হোসেন। জাতীয় দলে খেলা এই পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে ক্রিকেট ধ্বংসকারী বোর্ড কর্তাদের বদলের দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।’
ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের আর দেখতে চান না জানিয়ে রুবেল লিখেন, ‘একইভাবে চান্দিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০