ক্রিকেট মাঠে নো-বল বিতর্কে খুন, গ্রেফতার-১

0
55

স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট ম্যাচে আম্পায়ার নো-বল দিয়েছেন। আর তাতেই বিরোধে জড়িয়ে দুই দল। এতে করে প্রাণ গেলো নিরীহ এক দর্শকের। ঘটনাটি ঘটেছে ভারতের উড়িশা রাজ্যের কুটাক জেলায়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, জেলার মহিষালান্দা গ্রামে ক্রিকেট ম্যাচ খেলছিলো দুই দল। অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে মুখোমুখি হয় শঙ্করপর ও বারহামপুর অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। এ ম্যাচেই নো বল দেওয়া নিয়ে খুন হন লাকি রাউত নামে এক নিরীহ দর্শক।

মাঠের আম্পায়ার নো বল দিয়েছেন। মাঠের দুই দল সেটা মেনে নিয়েছে। তবে দুই দলের সমর্থন লাকি রাউত ও জগা রাউত সেটা মানতে পারেননি। শুরুতে হাতাহাতিতে জড়ান, এক পর্যায়ে তা রূপ নেয় মারামারিতে।

জগা রাউত ফোনে ডেকে নেন আরো কয়েকজন। তার ভাই মুনা রাউতও আসেন মাঠে। অনূর্ধ্ব-১৮ পর্যায়ের এই ম্যাচে মাঠেই ব্যাট দিয়ে মুনা রাউত লাকি রাউতকে মারধর করেন। এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করেন লাকি রাউতকে।

ম্যাচ আয়োজকেরা লাকি রাউতকে উদ্ধার করে এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত মুনা রাউতকে গ্রেফতার করেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here