স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার ব্রাইডন কার্সকে নিষিদ্ধ করল দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। জানা গেছে ক্রিকেট ম্যাচে বাজি ধরেছিলেন এই পেসার। ইংলিশদের জার্সিতে ১৯টি উইকেট শিকার করা কার্স ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচে মোট ৩০৩টি বাজি ধরেছিলেন। যদিও সেসব ম্যাচে তিনি খেলেননি।
কার্সের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি শিকার করেছেন। এই বোলার জানিয়েছেন তিনি অনুতপ্ত। কার্স বলেছেন, ‘বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি। এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারও খেলতে নেমে শোধ করব।’
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৪ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলেছেন কার্স। দুই সংস্করণ মিলিয়ে নিয়েছেন ১৯ উইকেট। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে উইন্ডিজ সফরে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে তাঁকে। বাজি ধরে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটারের শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ আগস্ট। এ সময়ে তিনি উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ডারহামের হয়ে খেলতে পারবেন না। কার্স দক্ষিণ আফ্রিকায় জন্ম নিলেও তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী। যথেষ্ট লম্বা ও গতিময় ডানহাতি এই পেসার লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post