স্পোর্টস ডেস্কঃ শেখ হাসিনার পদত্যাগের পর গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের একদিন পর বণ্টন করে দেয়া হয়েছে মন্ত্রণালয়ও। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন এই উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি জানায়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তঃস্থল থেকে অভিনন্দন জানায়। বিসিবি নিশ্চিত যে, ক্রীড়া উন্নয়নে তার নিবেদন ও ভালোবাসা দিয়ে জনাব ভূঁইয়া এই নতুন দায়িত্বে উদাহরণযোগ্য নেতৃত্ব ও দূরদর্শীতা প্রদর্শন করবেন। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সময়ে তার এই নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সফলতা কামনা করছে। বিসিবি আশা করছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে মিলিতভাবে কাজ করার মাধ্যমে আমরা আমাদের অভিন্ন লক্ষ্যগুলো অর্জন করতে পারবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০