ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিমের মায়ের দাফন সম্পন্ন

0
74

নিজস্ব প্রতিবেদকঃঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এএসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগম যানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শাহজালাল মাজার মসজিদে রোববার বাদ আসর নামাজের যানাজা ও দাফন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,আলীম ওলামা, আত্নীয় সজনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত মধ্যরাতে সিলেট নগরের নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৮৬ বছর।

মৃত্যু কালে মরহুমা দুই ছেলে ও ছয় মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশঃ ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিমের মায়ের মত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আল চৌধুরী নাদেল। শোক প্রকাশ করেছেন এসএনপিস্পোর্টস২৪ডটকমের সম্পাদক ও প্রকাশক পাপলু দত্ত।

পৃথক শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোল সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

এসএনপিস্পোর্টসটুয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here