স্পোর্টস ডেস্কঃ জার্মান মিডফিল্ডার টনি ক্রুস সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের মাঠে ২০২৪ ইউরো খেলেই বুটজোড়া চিরতরে তুলে রাখবেন ৩৪ বছর বয়সী তারকা। ক্রুসের হঠাৎ করেই নেয়া অবসরের সিদ্ধান্ত চমকে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। তবে তার সাবেক-বর্তমান সতীর্থদের অনেকেই ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন ক্রুসের রিয়াল মাদ্রিদ সতীর্থ ফেদে ভালভার্দে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্রুসকে বিদায়ী বার্তা দিয়েছেন ভালভার্দে। সেখানে ক্রুসকে নিজের শৈশবের আদর্শ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের সবার একজন আদর্শ ছিল। এমন একজন যাকে আমরা টিভিতে দেখতাম এবং ভাবতাম, আমি যখন বড় হব তখন তার মতো হব। শৈশবে আমরা অনেক কম্পনা করতাম এবং স্বপ্ন দেখতাম যে একদিন আমি তার সঙ্গে ফুটবল খেলব যিনি আমার চেয়ে অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে।’
ভালভার্দে আরও বলেন, ‘আমি ওই শিশুটা। আমিই সেই ছেলে যে তার শৈশবের ওই আদর্শের সঙ্গে খেলেছে। নিজের স্বপ্ন পূরণ করেছে। আজকে একটা অদ্ভুত অনুভূতি এবং চাপা কষ্ট নিয়ে এই কথাগুলো বলছি। আমি জানি ওই ছেলেটা আরও দশ বছর তোমার সঙ্গে খেলতে চাইত। কারণ আমি কখনো সেই ছট শিশুর রূপটা ছাড়তে পারিনি যে তোমাকে অনুসরণ করত সবসময়য়।’
আগামী ১ জুন রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের জার্সিতে সেটাই হবে ক্রুসের শেষ ম্যাচ। ম্যাচটা জিতলেই ১৫তম বারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পেয়ে যাবে স্প্যানিশ ক্লাবটি। এদিকে এখন পর্যন্ত মাদ্রিদের দলটির হয়ে সব মিলিয়ে ৪৬৩ ম্যাচ খেলে ২২টি শিরোপা জিতেছেন ক্রুস। এর মধ্যে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা শিরোপা, ১টি কোপা দেল রে ও ৪টি স্প্যানিশ সুপার কাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post