স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন জার্মান অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস। ইউরো ২০২৪’র পর সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে অবসরের সিদ্ধান্ত বদলে ফিরবেন ক্রুস, আশায় মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর অভিজ্ঞ জার্মান মিডফিল্ডারের মন পরিবর্তনের অপেক্ষায় আছেন আনচেলত্তি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন কি হয় দেখা যাক। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাচ্ছি। অন্য খেলোয়াড়দের তার স্থান নিতে হবে। আমরা সবসময় যা করি এবারও তার ব্যতিক্রম হবে না। যে খেলোয়াড় চলে যায় তার মানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত খেলোয়াড়টিকে মানিয়ে ওঠার চেষ্টা করি।’
আনচেলত্তি আরও বলেন, ‘ক্রুসের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। সে খুব শীর্ষে থেকে শেষ করেছে, এর চেয়ে উঁচুতে থেকে শেষ করতে পারত না। (ক্যারিয়ারের) ইতি টানার সাহস ছিল তার এবং সে এই ক্লাবের একজন কিংবদন্তি। ক্লাবের প্রতি তার মনোভাব, তার পেশাদারিত্বের জন্য সমর্থকরা কৃতজ্ঞ। আমি তাকে বলেছি, আমরা তার মন পরিবর্তনের অপেক্ষা করছি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post