স্পোর্টস ডেস্কঃ ৩৭ বছর বয়সে ক্রোয়েশিয়ার জার্সিতে আরেকটি ফাইনাল খেলার অপেক্ষায় লুকা মদ্রিচ। গত রাতে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে গোল করে এবং করিয়ে ক্রোয়াটদের আরেকবার বৈশ্বিক আসরের ফাইনালে তুলেছেন এই মিডফিল্ডার। প্রথমবারের মতো নেশন্স লিগের ফাইনালে উঠল ইউরোপের দেশটি।
নেদারল্যান্ডসের রটারডামে বুধবার রাতে প্রথম সেমিফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে ৪-২ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে ২-২ ছিল স্কোরলাইন। দ্বিতীয় সেমি-ফাইনালে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হবে স্পেন ও ইতালি। জয়ী দলের বিপক্ষে রোববার শিরোপা লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া।
ফাইনাল নিশ্চিতের পর ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন, তাঁর চোখে মদ্রিচ চিরসবুজ। তিনি বলেন, ‘লুকা আমাদেরকে শিরোপা এনে দিতে পারে। ফাইনালের পর সে সিদ্ধান্ত নেবে। তবে অবশ্যই তার দলে থাকা মানে আমরা অনেক ভালো দল, সে থাকলে দলের মান অনেক অনেক বেড়ে যায়।’
ক্রোয়েশিয়ার এবার একটি শিরোপা প্রাপ্য বলে মনে করেন কোচ দালিচ। তিনি বলেন, ‘আমরা একটি শিরোপা জিততে পারলে তা আমাদের জন্য হবে দারুণ স্বীকৃতি। আমার মনে হয়, এটা আমাদের প্রাপ্য। গত ৬ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post