স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের খোঁজে মরিয়া ফ্রান্স আবারো ড্র করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার রাতে স্বাগতিকদের বিপক্ষে ফরাসিদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের লড়াইয়ে কোণঠাসা দলকে উদ্ধার করলেন কিলিয়ান এমবাপে।
ফ্রান্স প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে এগিয়েও গিয়েও হেরে বসে ২-১ গোলে। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে করে ১-১ ড্র। এই প্রতিপক্ষের বিপক্ষে সোমবার আবার মাঠে নামবে ফরাসিরা। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে এখন তলানিতে ফ্রান্স। তবে হতাশা পেছনে ফেলে সোমবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে মরিয়া থাকবেন তারা, ম্যাচের পর বললেন এমবাপে।
পিএসজি তারকা এমবাপে বলেন, ‘আজতে জিততে পারিনি… এখানে যে জন্য এসেছিলাম, তা করতে পারিনি। তবে এই পয়েন্ট আমাদের একটা প্রাপ্তি, চেষ্টা করব সোমবারের ম্যাচ জিততে।’
আগামী ১৪ জুন পিএসজির মাঠ পার্ক দি প্রিন্সেসে মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া।