স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই লিভারপুল বড় হার দেখেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার তাদেরকে উড়িয়ে দিয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। অলরেডদের বিপক্ষে পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছে ৪-১ গোলে। জালের দেখা পেয়েছেন জুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনে, ইল্কাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশ। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ।
সিটির বিপক্ষে বড় হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ। ম্যাচ শেষে এই জার্মান কোচ বলেন, ‘গোলগুলো আমরা যেভাবে হজম করলাম, সেটা মেনে নেওয়া কঠিন। আমরা কোনো চ্যালেঞ্জই জানাতে পারলাম না। সত্যি বলতে, এটা আসলেই মেনে নেওয়া কঠিন। সিটি পুরোপুরি ম্যাচটা নিয়ন্ত্রণ করল এবং আমরা উন্মুক্ত হয়ে গেলাম। যা ইচ্ছা, তাই করল সিটি।’
এই হারে লিগ টেবিলে সেরা চারে থাকা কঠিন হয়ে গেল লিভারপুলের জন্য। ২৭ ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা অ্যানফিল্ডের দলটির পয়েন্ট ৪২। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। লিভারপুলের বিপক্ষে পাওয়া জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট হলো ২৮ ম্যাচে ৬৪। শীর্ষে আছে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post