ক্লাবকে আমি ভালোবাসি- পিকে

0
72

স্পোর্টস ডেস্কঃ বার্সার হয়ে ৩০টি শিরোপা জিতেছেন জেরার্ড পিকে। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। মাঠের বাইরে বিতর্ক, মাঠে অফফর্ম। সব মিলিয়ে বার্সার কর্তারাও তাঁর ওপর নাখোশ ছিলেন। এমন পরিবেশ টের পেয়েই বিদায় বলে দিলেন পিকে।

বিদায়ী ম্যাচ জিতে পিকে বলেন, ‘সকল সতীর্থ, স্টাফ ও ভক্তদের ধন্যবাদ। যারা প্রতিদিন আমার পথ চলা সহজ করেছেন। বোর্ডকে ধন্যবাদ, এতোদিন আমাকে সমর্থন দেওয়ায়। যখন আপনার বয়স বাড়বে আপনাকে বুঝতে হবে যে, মাঝে মধ্যে ভালোবাসার জিনিসও ছেড়ে দিতে হয়। যার সঙ্গে এতো ভালোবাসা, এতো আবেগ আমার মনে হয়েছে তাকে বিদায় বলার এটাই সময়।’

বিদায় বললেও এই ক্লাবে ফেরার আকুতিটা রেখেই গেলেন পিকে, ‘এই ক্লাবকে আমি ভালোবাসি। যে কারণে মনে হয়েছে এটাই চলে যাওয়ার আদর্শ সময়। তবে এই যাওয়া মানেই বিদায় নয়। আমি এখানে জন্মেছি, এখানেই মরব। যখন আপনার বয়স হবে, অনুভব করতে পারবেন; মাঝেমধ্যে ভালোবাসার বন্ধনও ছেড়ে যেতে হয়। আমি নিশ্চিত ভবিষ্যতে আবারও এখানে ফিরে আসব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here