ক্লাবের প্রতি ভালোবাসা, ৫৩ কোটি বেতন কমিয়ে এসি মিলানে ইব্রাহিমোভিচ

0
7

স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানইউ, পিএসজি সবার হয়েই খেলেছেন। কিন্তুু কোনো ক্লাবেই ক্যারিয়ার দীর্ঘায়িত করেননি। ক্লাবের প্রতি তার ভালোবাসা থাকে না, দরদ নেই এমন কথাও শুনতে হয়েছে সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকে। এবার তিনি অনন্য এক ভালোবাস দেখালেন এসি মলানের প্রতি।

ক্লাবটিতে আরো এক মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিমোভিচ। আর এক বছর তিনি বেতন কমিয়েছেন সিংহ ভাগই। আগে যেখানে প্রতি বছর বেতন নিতেন ৬৭ কোটি থাকা। এবার এক বছরের বেতন হিসেবে তিনি নেবেন মাত্র ১৪ কোটি টাকা। ক্লাবের প্রতি ভালোবাসা দেখিয়ে বেতন কমিয়েছেন ৫৩ কোটি টাকার মতো।

এমনিতেই ইনজুরিতে আছেন। তার ওপর আগামি কয়েক মাসও থাকবেন পুর্নবাসনে। এই সময়ে ক্লাবের প্রতি বোঝা বাড়াতে চান না বলেই বেতন কমিয়ে দিয়েছেন সিংহ ভাগ। এসি মিলানের সঙ্গে তার চুক্তি নবায়নের খবরটি দু’এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

৪০ বছর বয়সী এই সুইডিশ ফুটবলার ক্যারিয়ারে কম ক্লাবে খেলেননি। বিশ্বের প্রায় সব বড় ক্লাবের জার্সিতেই মাঠে নেমেছেন। পিএসজি, বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানইউ, ইন্টার মিলান, মালমো, আয়াক্স আর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়েও খেলেছেন তিনি। তবে কোনো ক্লাবেই বেশি দিন থাকেননি। এক দুই বা বড়জোর তিন মৌসুম থাকতেন একটি ক্লাবে। এবার তিনি এসি মিলানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিো রোমানোই জানিয়েছেন, এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আর তাতে তিনি ক্লাব থেকে বেতন কম নেবেন। সেই সংখ্যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৩ কোটি টাকা। নতুন এই চুক্তিতে এসি মিলান তাকে প্রতি বছর বেতন দেবে মাত্র ১৫ লাখ ইউরো, বাংলাদেশী মুদ্রায় সাড়ে ১৪ কোটি টাকা, আগের মৌসুমগুলোতে তিনি প্রতি বছর বেতন নিতেন ৭০ লাখ ইউরো। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় সাড়ে ৬৭ কোটি টাকা।

শুধু রোমানোই নয়, বিশ্ব ফুটবলের নির্ভরযোগ্য আরেক ক্রীড়া সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও জানিয়েছেন, এসি মিলানেই আরেক মৌসুম থাকবেন এই তারকা। ২০২৩ সালের জুন পর্যন্ত তিনি চুক্তি নবায়নে সম্মত হয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here