স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফিরেছে নটিংহ্যাম ফরেস্ট। এবার প্রিমিয়ার লিগে ফিরে দল গোছাতে শুরু করেছে ক্লাবটি। নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড ফি দিয়ে তাইয়ো আয়োনিকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে নটিংহ্যাম খরচ করেছে ১ কোটি ৭০ লাখ পাউন্ড। বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিন থেকে পাঁচ বছরের চুক্তি করে এই ফরোয়ার্ডকে ঢেরায় নিয়েছে ক্লাবটি। প্রথম ফুটবলার হিসেবে আয়োনির সাথেই চুক্তি করেছে নটিংহ্যাম ফরেস্ট।
গেল মৌসুমটা বেশ দারুণ কেটেছিল আয়োনির। বার্লিনের হয়ে গেল মৌসুমে ৪৩ ম্যাচে ২০ গোল করেন আয়োনি। এই ফর্ম দেখেই নটিংহ্যাম দলে নিয়েছে নাইজেরিয়ান তারকাকে।
এর আগে, ইংলিশ জায়ান্ট লিভারপুল দলে থাকলেও, কখনো খেলার সুযোগ হয়নি ক্লাবটির হয়ে। ২০১৫ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর বিভিন্ন মৌসুমে বিভিন্ন দলে ধারে পাঠানো হয়েছে তাকে। বার্লিনেও ধারে খেলেন এক বছর। তবে ২০২১ সালে তাকে পাকাপোক্তভাবে বার্লিনের কাছে বিক্রি করে দেয় অলরেডরা। এক বছর পর এবার ফের ইংলিশ প্রিমিয়ার লিগের দলে যোগ দিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা