ক্লাব ইতিহাসের সর্বোচ্চ বেশি বেতন নিয়ে সালাহ’র নতুন চুক্তি

0
8

স্পোর্টস ডেস্ক:: মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ’র নতুন ‘রেকর্ড’ গড়লেন। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতন নিয়ে নতুন করে ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন তিনি। ক্লাবের সঙ্গে বেশ কিছু দিন ধরে মনোমালিন্যতা খবর আসছিলো। ফলে তার নতুন করে চুক্তি হওয়া নিয়ে ‘জঠীলতা’ হচ্ছে ধারণা ছিলো অনেকের।

লিভারপুলও নিজেদের বেতন কাঠামোর বাইরে গিয়ে সালাহকে বেতন দিতে চাচ্ছিলো না। তবে অবশেষে ক্লাবটি সালাহকে নতুন চুক্তিতে স্বাক্ষর করিয়েছে। আর তাতে করে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতন পাচ্ছেন এই তারকা। ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ান এমনটিই জানিয়েছে।

নতুন চুক্তিতে ২০২৫ মৌসুম পর্যন্ত লিভারপুলেই খেলবেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার চাহিদা মতোই বেতন দিতে সম্মত হয়েছে তারা। শেষ পর্যন্ত এই তারকার চাওয়াই পূরণ হলো। আগের চেয়ে কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন বেতন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি ৫১ ম্যাচে ৩১ গোল করেছেন। অ্যাসিস্টের খাতায় আছে ১৫ গোল। গত মৌসুমেও ২৩ গোল করে যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে ছিলেন।

নতুন চুক্তিতে বেশ খুশিও হয়েছেন লিভারপুলের এই তারকা। চুক্তি স্বাক্ষরের পর তিনি বলেন, আমি দারুণ ও ক্লাবের শিরোপা জেতার জন্য রোমাঞ্চ অনুভব করছি। এটা সবার জন্যই আনন্দের দিন। আমার মনে হয় নবায়ন করতে কিছুটা সময় লেগেছে, কিন্তুু এখন সবকিছু শেষ, আমরা কেবল পরের ব্যাপারটাতে নজর দিতে পারি।’

লড়াইয়ের জন্য ভালো অবস্থায় আছেন জানিয়ে সালাহ আরো বলেন, ‘আমার মনে হয় আপনি যদি দেখেন গত পাঁচ-ছয় বছরে ক্লাব কেবল উপরেরই উঠেছে। গত মৌসুমে আমরা চারটি শিরোপা জেতার কাছাকাছি ছিলাম। কিন্তুু দুর্ভাগ্যজনকভাবে শেষ সপ্তাহে দু’টি হারিয়েছি। আমার মনে হয় লড়াইয়ের জন্য আমরা ভালো অবস্থায় আছি। আমাদের নতুন কিছু খেলোয়াড়ও এসেছে, এখন কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে, ভালো একটা স্বপ্ন দেখে ও ইতিবাচক থেকে সবকিছুর জন্য ছুটতে হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here