ক্লাব বিশ্বকাপের ফাইনাল জিতলে বোনাস পাবেন ভিয়েত্তো-দাউসারিরা

0
45

স্পোর্টস ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মিশরীয় ক্লাব আল আহলিকে এক প্রকার উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তাতে আরও একটি ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে আল আহলিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। দলের হয়ে একটি করে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, ফেদ্রিকো ভালভার্দে, রদ্রিগো ও সার্জিও আরিবাস।

এদিকে আগেরদিন আল হিলাল সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে। সৌদি আরবের ক্লাবটি সেমিতে জিতে বোনাস পেয়েছে। আল হিলালের ফুটবলাররা প্রত্যেককে ১০ লাখ রিয়াল বোনাস দেবেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। এমনকি ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে পারলে খেলোয়াড়দের একই উপহার দেবেন।

সৌদি ক্রীড়া চ্যানেল এসএসসি জানিয়েছে যে, সেমিতে জয়ের জন্য আল হিলালের সব খেলোয়াড় দেশটির ক্রীড়া মন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ রিয়াল করে উপহার পাবেন। শিরোপার লড়াইয়ে আগামী শনিবার মাঠে নামবে আল হিলাল। তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here