ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

0
45

স্পোর্টস ডেস্কঃ ৮ গোলের রোমাঞ্চে জিতে এবারের ক্লাব বিশ্বকাপ শিরোপা রিয়াল মাদ্রিদের। শনিবার রাতে সৌদি প্রো লিগের দল আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দুটি করে গোল করেছেন দলটির দুই তরুণ ভিনিসিয়াস জুনিয়র ও ফেদে ভালভার্দে। অন্য গোলটি করিম বেনজেমার। আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন লুসিয়ানো ভিয়েত্তো।

মরক্কোর রাবাতে ফাইনালের ১৩তম মিনিটে ভালভার্দে ও বেনজেমার বোঝাপড়া থেকে গোল পান ভিনিসিয়াস। রক্ষণ চিরে ভেতরে ঢুকে পাস থেকে ফিনিশ করেন। ৫ মিনিট পর ভালভার্দের ভলি থেকে করা গোলটি আল হিলালের দুই খেলোয়াড়ও ঠেকাতে পারেননি। ২৬তম মিনিটে আল হিলালের মারেগা গোল করলে প্রথমার্ধ ২-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে গোল করেন ইনজুরি থেকে ফেরা বেনজেমা। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভালভার্দে। ৬৩তম মিনিটে গোল করে আর হিলাল ম্যাচে ফেরার আভাস দেয়। আর্জেন্টাইন ফরোয়ার্ড ভিয়েত্তো ব্যবধান ৪-২ করেন। সেমিফাইনালেও গোল পেয়েছিলেন এই তরুণ স্ট্রাইকার্স।

ছয় মিনিট পরে আবার গোল পান ভিনিসিয়াস। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের কীর্তি গড়েন তিনি। পাঁচ গোল খাওয়া আল হিলাল ৭৯ ম্যাচে আবার গোল করে। ম্যাচ দাঁড়ায় ৫-৩ ব্যবধানে। দলটির হয়ে ব্যবধান কমানো গোলটি আসে ভিয়েত্তোর কাছ থেকে।

আল হিলাল সৌদি আরবের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে পারলে খেলোয়াড়রা উপহার পেতেন। সৌদি ক্রীড়া চ্যানেল এসএসসি জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ রিয়াল করে উপহার ঘোষণা করা হয়েছিল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here