স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় হারল বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়ে হেরেছে জাভি হার্নান্দেজের দল। শনিবার বার্সার অলিম্পিক স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। শেষ মুহূর্তে গোল করে জয়ের উল্লাসে মেতে উঠলো রিয়াল। ম্যাচের শুরুতে ইল্কাই গুনদোয়ানের গোলে তারা পিছিয়ে পড়লেও জুদ বেলিংহাম জোড়া গোল করে দলকে জেতালেন।
ক্লাসিকোয় হারের পর ফিনিশিংয়ের ঘাটতি নিয়ে কথা বলেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি জানান, এক গোলের জন্য আমার পাঁচ-ছয়টা আর রিয়ালের দুই-তিনটা সুযোগ লাগে। জাভি বলেন, ‘আমি মনে করি শুরুর ৬০ মিনিট আমরা আধিপত্য করেছি, কিন্তু যখন আপনি স্কোরলাইন ২-০ করতে পারবেন না, তখন এগুলোই হয়। একটা গোল করার জন্য আমাদের পাঁচ থেকে ছয়টা সুযোগ লাগে, সেখানে দুই গোল করার জন্য মাদ্রিদের দুই বা তিনটা সুযোগের প্রয়োজন হয়।’
ঘরের মাঠে বার্সেলোনার দুটি শট রিয়ালের পোস্টে লেগে প্রতিহত হয়। তা না হলে ম্যাচের গল্প ভিন্নরকম হতে পারত। জাভি বলেন, ‘আমি মনে করি, ড্র’টাও আমাদের জন্য যথেষ্ট ফল হত না, যেখানে এই ফল পেলে রিয়াল বরং খুশি হত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা ক্রস এলো এবং তা থেকে গোল হলো। ভালো পারফরম্যান্স করে খুবই বাজে ফল পেলাম আমরা।’
১১ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট লিগ টেবিলের শীর্ষে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। এদিকে সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তিন নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post