স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন হেনরিখ ক্লাসেন। এই জয়ে ১-১ সমতায় শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৮.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে পড়ে উইন্ডিজ। দলের পক্ষে ব্রেন্ডন কিং সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। ৭২ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ওপেনার। ৪১ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৯ রান করেন নিকোলাস পুরান। ৪৩ বলে ৩ বাউন্ডারিতে ৩৬ রানের ইনিংস খেলেন জেসন হোল্ডার।
দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জেনসেন, বিওন ফরচুন ও জেরাল্ড কোয়েটজ ২টি করে উইকেট লাভ করেন।
২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্বক শুরু করতে চায় প্রোটিয়ারা। এতে করে রান আসলেও, ১২.১ ওভারে দলীয় ৮৭ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে খানিকটা স্বস্তি দেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। ১৮.২ ওভারে সেই জুটি ভেঙে যখন মিলার ফিরেন, তখন ফের বিপদের শঙ্কা দেখা দেয়।
তবে তাণ্ডবময় ব্যাটিংয়ে আর কোনো বিপদ হতে দেননি ক্লাসেন। মার্কো জেনসেনকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬০ বলে ১০৩ রানের ঝড়ো জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ক্লাসেনকে দারুণ সঙ্গ দিয়ে ২৮.২ ওভারের মাথায় ৩৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৩ রান করে আউট হন জেনসেন। তবে ওয়েন পারনেলকে নিয়ে সপ্তম উইকেটে ১৯ রানের ক্যামিও জুটিতে মাত্র ২৯.৩ ওভারেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্লাসেন।
ব্যক্তিগতভাবে ৬১ বলে ১৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লাসেন। এর আগে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি পূরণ করেন ক্লাসেন। যেটি কিনা ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে যৌথভাবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। ক্লাসেনের সাথে অপরপ্রান্তে ৪ রানে অপরাজিত থাকেন পারনেল।
উইন্ডিজের হয়ে আলঝারি জোসেপ ৩টি উইকেট শিকার করেন। আকিল হোসেন লাভ করেন ২ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা