স্পোর্টস ডেস্ক:: পিএসজির কাছে ক্ষমা চেয়েছেন লিওনেল মেসি। অনুমতি না নিয়ে সৌদী সফরে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। বিনা অনুমতিতে ক্লাব ছেড়ে যাওয়ায় ফরাসি জায়ান্টরা বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে।
লিওনেল মেসিকে নিষিদ্ধ করা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশ। অনেকেই বিশ্বজয়ী এই তারকার সঙ্গে ক্লাবের বনিবনা হচ্ছে না বেশ কিছু দিন থেকে। হয়নি চুক্তি নবায়নও। অনেকেই প্যারিসে মেসির শেষও দেখে ফেলেছেন। বার্সা সাবেক তারকাকে ফেরানোর চেষ্টা করছে।
সৌদীর ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের প্রস্তাবও দিয়ে রেখেছে। এমন অবস্থায় ক্লাবের অনুমতি না নিয়ে সৌদীতে মেসি যাওয়ায় অনেকেরই ধারণা আর্জেন্টাইন তারকা সৌদী প্রো লিগেই যাচ্ছেন।
তবে আলোচনা-সমালোচনার মধ্যেই এক ভিডিও বার্তা ক্লাবের সতীর্থ ও কোচদের কাছে ক্ষমা চেয়েছেন মেসি। জানিয়েছেন, সিডিউল থাকা সৌদীতে না গিয়ে তার কোনো বিকল্প উপায়ও ছিলো না। আগেও তিনি সৌদী সফর বাতিল করেছিলেন। যার কারণে এবার তার যেতে হয়েছে।
ভেবে ছিলেন ছুটি পাবেন জানিয়ে নিজের ইনস্টগ্রামে এক বার্তা মেসি বলেন, ‘ভেবেছিলাম খেলার (লারিয়াঁর বিপক্সে) পর অন্য দিনের মতো ছুটি পাব। সফরটা বাতিল করার কোনো সুযোগ ছিল না। যেহেত আগেও বাতিল করেছিলাম।’
ক্ষমা চেয়ে আর্জেন্টাইন অধিনায়ক আরো বলেন, ‘আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। দেখি ক্লাব আমার কাছ থেকে কী চায়!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post