খরচ কমাচ্ছে বিসিবি, বিদেশের বহর ছোট হচ্ছে

0
14

নিজস্ব প্রতিবেদক:: বাংল‍াদেশ দলের বিদেশ সফর মানেই লম্বা বহর। ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবির কর্মকর্তা মিলিয়ে বিদেশ সফরে বড় বহরই যায় বাংলাদেশের। তবে এবার বিসিবি খরচ কমাতে উদ্যোগী হচ্ছে। বৈশ্বিক মন্দা আর জিনিসপত্রের আকাশ ছুঁয়া দামের কারণে বিসিবি এমন সিদ্ধান্ত নিচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, একান্ত প্রয়োজন না হলে বিদেশ সফরে কাউকে না পাঠাতে। এমনকি আগে অনেক সময় শিক্ষা সফরের জন্য বাড়তি ক্রিকেটার নিয়ে যাওয়া হতো। এখন থেকে সেটাও বন্ধ করতে হয়েছে। শুধুমাত্র যাদের প্রয়োজন, মূল স্কোয়াডে থাকার সম্ভাবনা থাকবে তারাই যাবেন বিদেশ সফরে।

হোটেল খরচ, বিমান ভাড়া সব কিছু বাড়ছে জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের খরচ কমাতে নির্দেশনাও দিচ্ছেন। বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোকে নিজেদের বিভাগের বাজেট আগের চেয়ে না বাড়াতে বলা হয়েছে।

বিদেশ সফরের খরচ বেড়ে যাচ্ছে জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভভ হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণ স্বলুপ আগে যে টিকিট ভাড়া ৩-৪ লাখ ছিলো, এখন সেটি ১০-১১ লাখ হয়ে যাচ্ছে। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার, সেটি এখন ৪০০-৫০০ ডলারে চলে গেছে। ’

করোনার কারণে অনেক বাড়তি লোক বিদেশ সফরে গেছেন, এখন সেটা কমিয়ে আনতে বলা হয়েছে জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতকর্তা স্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি, এখন আর সেই পরিস্থিতি নেই। ’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জাতীয় দলের বহর ছোট হচ্ছে জানিয়ে বোর্ড প্রধান আরো বলেন, ‘এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে… এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়। ’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডককম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here