স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ডেকে নিয়ে কি সমস্যায়ই না পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সফরকারীর দলটির খরচ দিতে পারছে না ভারতীয় বোর্ড। সমস্যাটা বেশ জঠীল হয়েছেে। শেষ পর্যন্ত বন্ধই হতে চলেছে ইংল্যান্ড-ভারত ইংল্যান্ড সিরিজের টেস্ট।
সফরকারী ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। এর মধ্যেই নতুন করে ঝামেলায় জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। লোধা কমিটি বিসিসিআইয়ের তহবিল থেকে টাকা না দেওয়ায় চটেছেন বোর্ডের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সরাসরি জানিয়ে দিয়েছেন, টাকা না দিলে বাতিল করতে হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এমনকি দেশটির সুপ্রিম কোর্টকেও অনুরাগ ঠাকুর এমনটি জানিয়েছেন।
বুধবার থেকে গুজরাটের রাজকোটে শুরু হওয়ার কথা ছিলো দু’দেশের টেস্ট সিরিজ। গত মাসেই শীর্ষ আদালত রায় দিয়েছিল, লোধা কমিটির সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত বিসিসিআই কোনো রাজ্য ক্রিকেট সংস্থাকে তহবিল থেকে টাকা দিতে পারবে না। তাতেই গোলমাল বেধে যায়।
রাজকোট টেস্টের আয়োজক সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ)। এদিকে, আদালতের নিষেধাজ্ঞায় বোর্ডের পক্ষ থেকে কোনো টাকা পাচ্ছে না এসসিএ। ফলে, খেলা চালানোর জন্য বড় সমস্যায় পড়তে হবে তাদের।
বিসিসিআইয়ের আইনজীবী কপিল শিবাল জানিয়েছেন, বোর্ডের তহবিল থেকে যদি কালকের মধ্যে কোনো অর্থ দেওয়া না হয়, তবে আগামীকালের ম্যাচটি অনুষ্ঠিত হবে না। বোর্ডের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন আর্থিক সমস্যা দূর করতে না পারলে কালকের ম্যাচটি বাতিল করে দেবেন।
সুপ্রিম কোর্টে লোধা কমিটির আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম অভিযোগ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আদালতের নির্দেশ মেনে কাজ করছে না। ফলে তাদের তহবিল থেকে অর্থ না দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
প্রথম টেস্ট খেলতে ইতোমধ্যেই রাজকোট পৌঁছে গেছে ভারত, ইংল্যান্ড দু’দলই। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও অংশ নেবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০