স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক দশক, অবিশ্বাস্য মনে হলেও ইউরো কিংবা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত দশ বছরে কোন পরাজয় দেখেনি ইতালি! বৃহস্পতিবার অবশ্য সেই ভুলে যাওয়া স্বাদটাই পেতে যাচ্ছিল আজ্জুরিরা। কিন্তু না, স্পেনের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টির সৌজন্যে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ইতালি।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইতালির মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে স্পেন। প্রথমার্ধে ৭২.৪ % বল নিজেদের দখলে রাখে লা রোজারা। কিন্তু তারপরও প্রতিপক্ষের জালে কোন বল জড়াতে পারেনি ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন।
অবশেষে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্বপ্নের গোলের দেখা পায় সফরকারীরা। বিশ্বফুটবলের অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের ভুলে ইতালির জালে বল জড়ান স্প্যানিশ মিডফিল্ডার ভিতোলো। আর তাতেই এগিয়ে যায় স্পেন। এরপর ইতালি লা রোজাদের জালে বল জড়াতে না পারলে জয়ের স্বপ্নই দেখতে শুরু করে দেন স্পেনের সমর্থকরা।
কিন্তু ম্যাচের ৮২ মিনিটে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন স্প্যানিশ রক্ষণসৈনিক সার্জিও রামোস। আর তাতেই কপাল পুড়ে স্পেনের। পেনাল্টি থেকে গোল করে ইতালিকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন ড্যানিয়েল ডি রোসি। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ইউরো কিংবা বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির এটি টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড! বাছাইপর্বে ইতালি শেষ পরাজয় দেখেছিল ২০০৬ সালের সেপ্টেম্বরে। সেবার ২০০৮ ইউরোর বাছাইপর্বের ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরেছিল আজ্জুরিরা।
বিশ্বকাপ বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের দল স্পেন, ইতালি। এই ড্রয়ে দুই দলেরই পয়েন্ট এখন সমান ৪। তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আলবেনিয়া। আর স্পেন ও ইতালির অবস্থান যথাক্রমে দুই ও তিনে।
দিনের অন্য ম্যাচে ওয়েলস ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে। তবে সার্বিয়া ৩-০ ব্যবধানে মালদোভাকে, রিপাবলিক অব আয়ারল্যান্ড ১-০ গোলে জর্জিয়াকে, আলবেনিয়া ২-০ গোলে লিচেনস্টেইনকে, ইজরাইল ২-১ গোলে মেসিডোনিয়াকে এবং আইসল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। তবে ক্রোয়েশিয়া ৬-০ গোলের বড় ব্যবধানে কসোভোকে হারিয়েছে।