খারাপ সময় টপকে জয়ের পথে ফিরবে আর্সেনাল- আর্তেতা

0
105

স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।

এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে গানাররা। শীর্ষস্থান করেছে মজবুত। যদিও লিগের সবশেষ রাউন্ডে পয়েন্ট খুইয়েছে তারা। ড্র করে হাতের নাগালে চলে আসা শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল।

তবে কোচ আর্তেতার বিশ্বাস, খারাপ সময় টপকে জয়ের পথে ফিরবে আর্সেনাল। আর্তেতা বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। যাই করুন না কেন, সেখানে উত্থান-পতন থাকবে, বিশেষ করে ফুটবলে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের কিছু পর্যায়ে আমরা খুব বেশি নির্ভার হয়ে পড়েছিলাম। তবে এটা ভিন্ন এক ঘটনা এবং ছেলেরা তা জানে। এ বিষয়গুলো আমাকে তাদের শেখাতে হবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here