স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ কয়েকটি সিরিজে বেশ উন্নতি করেছে বাংলাদেশের পেসাররা। বিশেষ করে অ্যালান ডোনাল্ডের অধীনে যে কয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাতে পেসারদের পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট। যা এই উইন্ডিজ সিরিজেও চোখে পড়ছে।
অ্যান্টিগা টেস্টে খালেদ আহমেদ স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে। ৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়েছে উইন্ডিজ। দূর্দান্ত বোলিংয়ে এক ওভারেই ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, রেইমন রেইফারকে ফেরানোর পর নক্রুমাহ বোনারকেও ফিরিয়েছেন এই পেসার। এরপর প্রতিরোধ গড়েন জন ক্যাম্পবেল-জেরমেনি ব্ল্যাকউড। দুজনে সাবধানী খেলতে থাকেন। ৬৭ বলে ৪০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তারা।
দিন শেষে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো পেসার খালেদে উপর খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না। টাইগার কোচ বলেন, ‘নাহ (আলাদা কিছু দেখিনি খালেদের মাঝে)। সে তিন উইকেট নিয়েছে (দ্বিতীয় ইনিংসে) কিন্তু তার অনেক উন্নতির জায়গা আছে। ধারাবাহিকতার জায়গায় তার উন্নতি করতে হবে।’
‘কিছু সময় সে ভালো বল করে উইকেট পাচ্ছে না আবার কিছু সময় সে ভালো বল না করেও উইকেট পাচ্ছে। এটাই খেলাটার ধরণ। হ্যাঁ দ্বিতীয় ইনিংসে সে ভালো বল করেছে এবং উইকেটও পেয়েছে। কিন্তু তার এখনো অনেক উন্নতি করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই।’