স্পোর্টস ডেস্কঃ অ্যান্টিগা টেস্টে খালেদ আহমেদ স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে। ৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়েছে উইন্ডিজ। দূর্দান্ত বোলিংয়ে এক ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, রেইমন রেইফারকে ফেরানোর পর নক্রুমাহ বোনারকেও ফিরিয়েছেন এই পেসার।
এরপর প্রতিরোধ গড়েন জন ক্যাম্পবেল-জেরমেনি ব্ল্যাকউড। দুজনে সাবধানী খেলতে থাকেন। ৬৭ বলে ৪০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তারা। এবাদত হোসেন বোলিংয়ে আসলেও সুবিধা করতে পারেননি। মু স্তাফিজুর রহমান কৃপণ হলেও উইকেটের দেখা পাননি। ক্যাম্পবেল (২৮) ও ব্ল্যাকউড (১৭) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৪৯। জয়ের পথে থাকা ক্যারিবিয়ানরা চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের মুকুট পরতে পারে।
এর আগে দিনের শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে দিন শুরু করেছিলেন। কিন্তু এই ব্যাটার কাইল মেয়ার্সের বুকের উপরে ওঠা বাউন্স বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৭ রান করে। এরপর মুমিনুল মেয়ার্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। প্রথম ইনিংসে এই ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। এবার করলেন মাত্র ৪ রান।
কেমার রোচকে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ১৭ রান করা লিটন দাস। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মাহমুদুল হাসান জয় ৪২ রানে রোচের করা অফ স্টাম্পের অনেক বাইরে বল খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে উইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ২৬৫ রানে।